আপডেট :
কাশী কুমার দাস ॥ দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেছেন, খেলাধুলায় সম্পৃক্ত থাকলে শরীর ও মন ভালো থাকার পাশাপাশি মেধার বিকাশ ঘটে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীকে ছোট থেকে খেলাধুলার চর্চা করতে হবে।
১৮ জানুয়ারী শনিবার মহারাজা গিরিজানাথ হাই স্কুল মাঠ প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২৪-২৫ এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম, বির্শিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী শুভ্র, প্রচার সম্পাদক মোঃ নয়ন, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিশাদ জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেণ ৬নং আউলিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুম, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসউদ আলম। ফাইনাল খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় ৬নং আউলিয়াপুর ইউনিয়ন এবং রানার্স আপ হয় ১নং চেহেলগাজী ইউনিয়ন। শ্রেষ্ঠ খেলোয়ার হয় বিজয়ী দলের বাপ্পি এবং সর্বোচ্চ গোলদাতা হয় শাহীন। খেলা পরিচালনা করেন দিনাজপুরের বিশিষ্ট রেফারী মোঃ ওবায়েদুর রহমান। তাকে সহযোগিতা করেন সুজিদ, মোঃ বেলাল হোসেন, মোঃ ফাইজার, মোঃ রিয়াজুল ও ডালিম। ধারাভাষ্য বর্ণনা করেন এসএম রফিক ও এমবি বিপুল রায়। প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন সাম্যমৈত্রী ডট কম।
Dinajpur
স্বত্ব © সাম্যমৈত্রী মিডিয়া লিমিটেড ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।